মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৩

ছিনতাইকারী নিহত গণপিটুনিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বিল্লাল ওরফে ধোপা বিল্লালকে ছিনতাই চেষ্টাকালে জনতা ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়, আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জে। নিহত বিল্লালের পিতার নাম আব্দুল মমিন, গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে চার সন্তানের জনক ধোপা বিল্লাল দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে জিঞ্জিরা মডেল টাউন এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করত। রবিবার রাত সোয়া আটটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা থানা ঘাটের পাশে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মামুনুর রশিদ জানান, গণপিটুনিতে বেরিবাঁধ এলাকায় একজন নিহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনাস্থল নৌ পুলিশের এরিয়ায় পড়েছে এবং পরে বিস্তারিত জানা যাবে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।