সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:২১

পুকুরের পানিতে ডুবে আটপাড়ায় দুই ভাইয়ের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে নেত্রকোনার আটপাড়ায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদরের মাদল গ্রামের একটি পুকুরে ডুবে তারা যায়।
নিহতরা হচ্ছে, উপজেলার মাদল গ্রামের আনোয়ার হোসেনের ৬ বছরের ছেলে সাব্বির ও তার বড় ভাই এরশাদের ৭ বছরের ছেলে সিফাত।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় হঠাৎ তারা পুকুরে পরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”