ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনগণের স্বাস্থ্য নিয়ে কেও ছিনিমিনি খেলবে তা হতে দেব না এবং জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসাও করতে দেওয়া হবে না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক। এ জন্য ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযান চলমান থাকবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জনগণের স্বাস্থ্য সেবার নামে কোন ব্যবসা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলে মন্ত্রী বলেন, যে কোন স্বাস্থ্যপ্রতিষ্ঠান, যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে আমরা তাঁদের কাজ করতে দেব না। জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ব্যবসা করবে এটা আমরা হতে দেব না।