বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০১

পানিতে ডুবে মোহনগঞ্জে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জের ধুলিয়া গ্রামে আহাদ ও আবদুল্লাহ নামে দুই শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। তাদের দু’জনের বয়সই তিন বছর করে। আহাদ ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে এবং আদুল্লাহ একই গ্রামের পিয়াসের ছেলে। তারা একে অপরের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মোহনঞ্জের তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে আহাদ ও আবদুল্লাহ খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে এক ডোবার পানিতে হঠাৎ অসাবধানতাবশ দু’জনই পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে ডোবার পানি থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুজনের মৃত্যুতে তাদের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”