ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের মধ্যনগরে শামসুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শামসুজ্জামান (২৬) ওই গ্রামের গুলেনুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই যুবক শামসুজ্জামান তার প্রতিবেশীর ঘর থেকে তার চাচা নুর আমিনের ঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাহিদুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।