ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে খালের পানিতে ডুবে রাফসান মোল্লা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়ানের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাফসান মোল্লা ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি জনাব, মো. এনামুল হক জানান, খালের ওপর সাঁকো দিয়ে মসজিদে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।