রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৫২

সড়ক দুর্ঘটনায় নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় যশোরের অভয়নগরে মনসুর আলী (৬০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক পান্না রহমান (২০) আহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে। আহত মোটরসাইকেলচালক পান্না রহমান উপজেলার গুয়াখোলা গ্রামের আনিসুর রহমানের ছেলে।
এ ব্যাপারে বুধবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, একেএম শামীম হাসান বলেন, মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মনসুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পান্না নামে আহত যুবকের চিকিৎসা চলছে। সাইকেল ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় গাজীপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।