মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাসের চুলার আগুনে দগ্ধ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় পান্না বেগম (৫০) নামের আরো একজন মারা গেছেন। গতকাল সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হলো।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, পান্না বেগমের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।