ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে সাঁতার কাটতে নেমে রাজধানীর ডেমরায় রাতুল শেখ (১৮) নামে এইচ এসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে ডেমরার আমুলিয়া কবরস্থানসংলগ্ন পুকুর থেকে মৃতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। হতভাগ্য রাতুল ঢাকার গোরান শান্তিপুর এলাকার বাসিন্দা মো. আজিজুল শেখের ছেলে। তাদের গ্রামের বাড়ি খুলনায়।
রাতুলের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার ওসি জনাব, মো. শফিকুর রহমান বলেন, ৪ বন্ধু মিলে সাঁতার কাটছিল এক পর্যায়ে ৩ বন্ধু তীরে উঠে এলেও রাতুলকে তারা খুঁজে পাচ্ছিল না। ডুবুরি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।