ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্কুলছাত্রীকে উত্যক্ত করায় লক্ষ্মীপুরের রামগতিতে মো. সুজন নামে এক তরুণকে (১৯) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজনের সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের মো. সিরাজের ছেলে।