রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:০৩

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে জমে থাকা পানি এবং সেই পানিতে ডুবে ঢাকার ধামরাইয়ে রাজু আহমেদ (১০) ও রিয়াজুল ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৩০ আগস্ট বিকেলে খেলা করার সময় নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের জমির পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে ধামরাইয়ের কান্দিকুল গ্রামের রুবেল হোসেনের ছেলে মাদরাসাছাত্র রাজু আহমদ ও শরীফবাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র রিয়াজুল ইসলাম।
ধামরাই থানার ওসি জনাব, আতিকুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।