বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১০

বজ্রপাতে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২)। নিহত ওই দুজন জেলের বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের খোকন ও জিলন মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে নিজেদের পেতে রাখা চাঁই থেকে মাছ তুলতে যান। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে আকস্মিক বজ্রপাতে জেলে খোকন মিয়া ও জিলন মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই দুজন জেলেকে মৃত ঘোষণা করেন।