ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলে (সৎ ছেলে) সুজন বিশ্বাসের হাতে শাহানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন, আর এই ঘটনা রাজধানীর পল্লবীতে।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় পল্লবী রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে শাহানা তার সৎ ছেলে সুজনের সঙ্গে ওই বাড়ির গ্যারেজ বসে কথা বলছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন তার সৎ মা শাহানাকে গ্যারেজে রাখা মাংস কাটার খাটিয়া দিয়ে মাথায় অনবরত আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই শাহানার মাথার মগজ বেরিয়ে আসে। এরপর ঘটনাস্থল থেকে ঘাতক সুজন পালিয়ে যায়।
পল্লবী থানার ওসি জনাব, পারভেজ ইসলাম বলেন, সুজনকে কিছুদিন আগে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার করা হয়। ৭ দিন আগে জামিনে বেরিয়েছে এবং সে মাদকাসক্ত। তাকে গ্রেফতারে অভিযান চলছে।