ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার শাজাহানপুরে জালাল উদ্দিন আকন্দ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়ার মৃত পোকরা আকন্দের ছেলে। গতকাল শনিবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।