ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক স্থান থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) কলমাকান্দা সদরের রেন্টিতলা এবং দুর্গাপুরের বারমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ২৮ ও ২৫ মোট ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কলমাকান্দা উপজেলার বটতলা এলাকার হযরত আলীর ছেলে মোঃ সিপন হোসেন (২১), মোঃ কুদ্দুছ খানের ছেলে মোঃ সজিব খান (২২) এবং দুর্গাপুর উপজেলার বারমারি এলাকার ওমর আলীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (১৯) এবং লাল মিয়ার ছেলে ইয়াসিন আলীম।
নেত্রকোনা পুলিশ সুপার জনাব, মোঃ ফয়েজ আহমেদ ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে নেত্রকোনা আদালতে প্রেরন করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”