রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩৪

ট্রেনে কাটা পড়ে নেত্রকোনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের নিচে কাটা পরে নেত্রকোনায় ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে।
রবিবার (২১ আগস্ট) ভোরে সদর উপজেলার সতশ্রী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানায়, রবিবার ভোরে সদর উপজেলার সতরশ্রী এলাকায় মোহনগঞ্জগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”