মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৭

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত যানের চাপায় যশোর রোডের ঝিকরগাছার নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তি শার্শা উপজেলার পুটখালী গ্রামের তবিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪০)।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনজুরুল ইসলাম বলেন, ঘাতক পরিবহন শনাক্ত করা যায়নি। লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।