বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১২

দুর্ঘটনায় দুইজন প্রাণ হারালেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জীপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেকে প্রাণ হারিয়েছেন দুজন। আজ বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নম্বর কালভার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলা ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং অনন্ত ত্রিপুরা (৪০) নামে এক শ্রমিক। নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায়। আর অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাজেক থানার ওসি জনাব, নুরুল হক নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জিপগাড়ির চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।