ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিরোজপুরের হুলারহাট নৌ-বন্দর এলাকায় প্রায় দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্ট বোঝাই একটি কার্গো ট্রলার আটক করেছে পুলিশ। পুলিশ এ সময় চোরাই সিমেন্টের বাহন হিসেবে এমবি রনি খান নামের কার্গো ট্রলার ও ট্রলারের চালক এবং এক ট্রলিচালককে আটক করেছে।
রোববার রাত ১২টার দিকে হুলারহাট নৌ-বন্দর এলাকার দামোদর খাল থেকে এই ট্রলার জব্দ করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি জনাব, মো.মাসুদুজ্জামান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ ট্রলার এবং ট্রলারের চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।