বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১৭

করোনা টিকা এল ১৫ লাখের বেশি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা ভাইরাসের জন্য দেশে শিশুদের জন্য ১৫ লাখের বেশি ডোজ টিকা এসেছে। এই সব প্রতিষেধক টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর অগাস্টে প্রয়োগ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক জানান, শনিবার সকালে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে এবং তিনি বলেন, এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ।