ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে, আর এই ঘটনা বাগেরহাটের এবং বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাঁশবাড়িয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কেএম আজিজুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলার কোনো আসামিকে ধরতে পারেনি পুলিশ।