ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দায়। শুক্রবার (২২ জুলাই) সকাল ১১ টায় নগরকান্দা সদর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, এস এম ইমাম রাজি টুলু।
এসময় তিনি নগরকান্দা সদর বাজারের পৌর ভবনের সামনে পেট্রোল পাম্প সংলগ্ন নির্মাণাধীন দুটি পাকা স্থাপনা গুড়িয়ে দেন।
অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট জনাব, এস এম ইমাম রাজী টুলু বলেন, সম্প্রতি নগরকান্দা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পদের দুজন কর্মকর্তা বদলি হয়েছেন। আর এই সুযোগে একটি মহল এই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করছিলেন। যেটি সম্পূর্ণ অবৈধ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”