ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন একই কারখানার শ্রমিক শামিম (২০), আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জে। নিহত কিশোর শ্রমিকের নাম রমজান মিয়া (১৪)। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সাত দিন পর গতকাল তার মৃত্যু হয়।
রমজান কুমিল্লার মুরাদনগর থানার কুরবানপুর গ্রামের মনির মিয়ার ছেলে। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আলীমউল্লাহ মার্কেটের একটি থ্রেড ফ্যাক্টরিতে কাজ করত।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শাহজামান জানান, এ ঘটনায় নিহতের ভাই সাকিব শামিমসহ অজ্ঞাত পরিচয় দুই-তিনজনকে আসামি করে ১১ জুন মারধরের একটি মামলা করেন। এখন মামলাটির সঙ্গে হত্যা মামলার ধারা যুক্ত হবে।