বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২৫

কভিড টিকা পেল রোহিঙ্গা শিশু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক লাখ ১০ হাজারেরও বেশি কক্সবাজারে রোহিঙ্গা শিশু ও কিশোর কভিড-১৯-এর প্রথম ডোজ টিকা পেয়েছে। বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থার সহায়তায় এ টিকা দেওয়া হয়েছে।
রোহিঙ্গা কিশোর আবুল জামিল (১৫) বলে, টিকা দেওয়ার জন্য আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। সামান্য একটু চিমটির মতো লেগেছিল, কিন্তু আমরা জানি আমাদের স্বাস্থ্যের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা আরো নিরাপদবোধ করছি।