শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:১১

একটি বাড়ি থেকে নগরকান্দায় চোরাই কৃত মাল উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়ি থেকে ফরিদপুরের নগরকান্দায় চোরাই কৃত একটি অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার চরযোশোরদি ইউনিয়নের দহিসারা গ্রামের মৃতঃ আজিজ মোল্লার ছেলে মিজানুর মোল্লার বাড়ি থেকে অটোভ্যানটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
উদ্ধার পরিচালনার সময় উপস্থিত ছিলেন, চরযোশোরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মিজানুর মোল্লা ও তার ছেলে আশরাফ মোল্লা ও সম্পদ মোল্লা পুলিশ আসার খবরে গা ঢাকা দেয়।
জানাযায়, সালথার বল্লোভদি থেকে দুটি গরু, একটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান চুরি করে এনে বাড়িতে রাখা হয়। পরে এলাকাবাসীর জানাজানিতে গরু ও মোটরসাইকেল অন্যত্র সরিয়ে ফেলে। পরে পুলিশ এসে মিজানের বাড়ি থেকে একটি অটো ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি জনাব, হাবিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ একটি অটোভ্যান উদ্ধার করেছে এবং এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”