রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৫৯

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, রাজশাহীতে ট্রাকের ধাক্কায়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার জাহিদ হোসেন (২০)।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কামরুল ইসলাম জানান, নিহত দুই আরোহী মোটরসাইকেলযোগে রাজশাহী শহর থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ী উপজেলার বসন্তপুর বিজয়নগর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।