মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২৬

নতুন কমিটি গঠন করা হয়েছে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফ নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের।
১২ মে বৃহস্পতিবার আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে শামীম হক এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এর নাম ঘোষনা করা হয়। এর আগে সভাপতি ছিলেন এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ মাসুদ হোসেন। ত্রি- বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য, সেতু মন্ত্রী জনাব, মোঃ ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব, কাজী জাফরুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ডঃ আব্দুর রাজ্জাক, মোঃ শাজাহান খান, লেঃ কঃ মোহাম্মদ ফারুক খান, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ- সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মিয়া, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কমিটির বাকী সদস্যদের নাম ১৫ দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”