বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

পুলিশের হাতে আটক, স্বামীকে খুনের কারণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধেই অভিযোগ করতে গেলেন এক স্ত্রী এবং পরে তিনি পুলিশের হাতে আটক হয়েছেন কারন মাথায় আঘাত করে স্বামীকে হত্যার কারণে। ওই নারীর নাম মোর্শেদা খামারু (৪৫)। গতকাল সোমবার গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোর্শেদা রাজশাহী জেলার বাগমারা থানার সাদিপুর গ্রামের প্রয়াত মনছুর খামারুর মেয়ে। প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে তিনি রংমিস্ত্রি ফয়সাল আলম খানকে (৩৩) বিয়ে করেন।
নিহত ফয়সাল আলম সিলেট শহরের মো. রইছ আলী খানের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ভুঁইয়াপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাবেদ মাসুদ জানান, থানায় অভিযোগ করতে এলে মোর্শেদাকে নিয়ে ভাড়া বাসায় যায় পুলিশের একটি দল। ঘরে ঢুকে স্বামী ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জিজ্ঞাসাবাদে মোর্শেদা জানান, তিনি মসলা বাটার শিল দিয়ে ফয়সালের মাথায় আঘাত করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন, আর এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।