শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৪

এক ব্যক্তির মৃত্যু নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ভোলার লালমোহনে আব্দুর রশিদ মাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রশিদ উপজেলা বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির মৃত আবদুল ওহাদ আলী মালের ছোট ছেলে।
শুক্রবার দুপুরে ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রশিদ পেশায় একজন সিএনজিচালক। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাতেন। ঈদের ছুটিতে মেজ মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।