শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫২

করোনা টিকা দেওয়া হবে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের আগামী জুন মাসে বিশেষভাবে তৈরি ফাইজারের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক। তিনি বলেন, মা-বাবাদের বলবো শিশুদের জন্মনিবন্ধন করে ফেলতে এবং জন্মনিবন্ধন দিয়ে করোনা টিকার রেজিস্ট্রশন করতে, যাতে টিকা নিতে সমস্যা না হয়। শুক্রবার (২৯ এপ্রিল) মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শিশুদের জন্য এই টিকা বিশেষ ধরনের ফাইজার টিকা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেয়েছি এবং ইতোমধ্যে ৩০ লাখ টিকা আমাদের কাছে এসে পৌঁছেছে।