ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা বিশ্বে কমেছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৩ হাজার ২৫৯ জনে।
আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখের বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৩৬৩ জন।
অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় আট লাখ মানুষ। মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ২৪ লাখ ২৮ হাজার ২৯৫ জন।