বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৩

মারধর ঘটনায় মামলা এবং গ্রেফতার চারজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এলজিইডি প্রকৌশলী সাজেদুর রহমানকে অফিস চলাকালীন তাঁর অফিস কক্ষে মারধর করা, সরকারি কাজে বাধা দান ও অফিস তছনছ করার অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, আর এই ঘটনা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রকৌশলী জলমহাল সংক্রান্ত একটি তদন্ত কমিটির সদস্য ছিলেন ও গত সোমবার ( ১১ এপ্রিল) দাখিলকৃত রিপোর্টটি আসামিদের বিপক্ষে গেলে তারা ক্ষিপ্ত হয়। পর দিন গত মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে অফিস চলাকালীন তারা অফিসে চড়াও হয়ে প্রকৌশলীকে মারধর ও অফিস তছনছ করে।
এ ঘটনায় প্রকৌশলী সাজেদুর ওইদিনই ভোলাহাট থানায় তিনজনকে এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে তখন পুলিশ চারজনকে আটক করে এবং বুধবার (১৩ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে তোলা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মাহবুবুর রহমান বলেন, প্রকৌশলীকে তার অফিসে হেনস্থার মামলায় জড়িত অন্য বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।