বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

ডিবি পুলিশের অভিযানে নেত্রকোনায় ৮ জুয়ারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোববার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের উত্তর বিশিউড়া বাজারে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নেত্রকোনায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ জনাব, মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই মো. নাফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম রোববার দুপুর ২টার দিকে উত্তর বিশিউড়া বাজারে নজরুল ইসলামের দোকানের পিছনের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করে।
আটককৃতরা হলেন, আব্দুল আজিজ, খোকন মিয়া, জজ মিয়া, মোজাম্মেল হক, হাবিবুল্লাহ, সাদিও মিয়া, সবুজ মিয়া, আল-আমিন। আটককৃতরা সকলেই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে জুয়ার সংশ্লিষ্ট আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”