ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ। তবে গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।