ডাস্টবিনে চিপসের প্যাকেট না ফেলে রাস্তায় ফেললো কে….সরকার নাকি আপনি..??
পানি নিষ্কাশনের রাস্তাটা দখল করে বিল্ডিং বানালো কে….সরকার নাকি আপনি..??
অবৈধ ভাবে স্থাপনা তৈরির জন্য ঘুষ দিলো কে….সরকার নাকি আপনি..??
পানি নিষ্কাশনের ড্রেনে আবর্জনা জমাট বেধেছে এর জন্য দায়ী কে….সরকার নাকি আপনি..??
রাস্তার ইট সরিয়ে গর্ত বানানোর জন্য দায়ভার কে নেবে….. সরকার নাকি আপনি…??
পাহাড় কেটে ঘর বানানোর জন্য দোষী কে….সরকার নাকি আপনি..??
ব্যাঙে প্রস্রাব করলে ও আজকাল বিভাগীয় শহর গুলো পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়,শুরু হয়ে যায় সরকারের চৌদ্দগোষ্টি উদ্ধারের কাজ কিন্তু আসলে দোষটা কার…??
জলাবদ্ধতার জন্য প্রথম দোষটা কার….সরকারের নাকি আপনার….??
সবসময় সরকারকে দোষারোপ করার আগে নিজেকে সচেতন করুন এবং নিজের এলাকা, শহরটাকে পরিষ্কার রাখুন, যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকুন, দেখবেন জলাবদ্ধতা কমে গেছে ।
সরকারকে কথায় কথায় দোষ দেয়া ছেড়ে দিন এবং নিজের দোষ থেকে মুক্ত হতে চেস্টা করুন তবেই দেশ পরিবর্তন হয়ে যাবে।
প্রিয় দেশবাসী,
নিজের চিন্তা-চেতনা বদলান,
দেখবেন দেশ ও বদলে যাবে।
(সংগৃহীত)