মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১০

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে নেত্রকোণায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পালিত হয়েছে নেত্রকোনায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২, মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই স্লোগানকে সামনে রেখে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।
এ সময় র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ফখরুজ্জামান জুয়েল, দায়িত্বপ্রাপ্ত জেলা দূর্যোগ কর্মকর্তা আফতাব আহম্মদ, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
পরে মোক্তারপাড়া মাঠে জেলা ফায়ার সার্ভিস ইউনিটের উদ্যোগে দূর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শিত হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”