ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার সন্ধায় বরিশাল নগরীর আরমান খান সড়কে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে, সেলিম খান নামের এক ব্যবসায়ীর বাড়ি পুড়ে একেবারে ভস্মিভূত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় এবং প্রতিবেশিরা জানায়, শনিবার সন্ধায় নগরীর আমতলা আরমান খান সড়কে ব্যবসায়ী সেলিম খানের বাড়ির বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়িটি টিনের ঘড় হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। স্থানীয়রা এবং বাড়িতে অবস্থানকারীরা আগুন দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এক পর্যায়ে পানি শেষ হলে স্থানীয়ভাবে পানির ব্যবস্থা করা হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল মান্নান জানান, খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্তলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আরও দেরি হলে ক্ষয় ক্ষতির পরিমান আরও বাড়তো বলেও তিনি জানান।