শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২৮

দুর্ঘটনায় এক নারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাকসুদা বেগম (৩০) নামে শিবপুরে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার আবদুল মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে রডবাহী একটি ট্রাক শিবপুর কলেজ গেট মোড় হতে ইটাখোলার দিকে যাচ্ছিল। এ সময় ইটাখোলাগামী আরেকটি সিএনজি ওই ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করার সময় রোড ডিভাইডারের পিলারে ধাক্কা খেয়ে সিএনজিটি একপাশে কাত হয়ে যায়। এতে সিএনজিতে থাকা মাকসুদা বেগম নামের ওই নারী রাস্তায় পড়ে যায়। এ সময় ট্রাকটির পেছনের চাকা ওই নারীর শরীরের ওপরে ওঠে যায় এবং চাকা শরীরে ওঠে থাকা অবস্থায়ই
থেমে যায় ট্রাকটি।
দুর্ঘটনার পর ট্রাকচালক, হেলপার ও সিএনজিচালক পালিয়ে যায়।
পরে শিবপুর ফায়ার সার্ভিস বিকেল পাঁচটার দিকে চাকার নিচ থেকে লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হবে।