মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৩৫

অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নামক স্থানে রাস্তা সংলগ্ন পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর থানার ওসি জনাব, মাসুক আলী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।