শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৮

গ্রেফতার মাদকবিরোধী অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিক্রি ও সেবনের অপরাধে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৬৮৫৭ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ১১১ কেজি ১৫৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।