ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিবহনের ধাক্কায় হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি বগুড়ায় নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তেলিপুকুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল ফাঁপোড় ইউনিয়নের পশ্চিম পাটিতাপাড়া এলাকার হাতেম আলীর ছেলে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, নিহত হাফিজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সকালে হরিগাড়ী এলাকায় গেলে সেখানে অজ্ঞাত এক পরিবহন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসআই শামীম হোসেন আরো জানান, লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।