ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও হার দুটিই কমেছে চট্টগ্রামে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন বাহক শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে বৃহস্পতিবার প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।