মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৬

ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৮ হাজার পিস ইয়াবাসহ বরগুনার বামনা থেকে মো. নজরুল ইসলাম(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নজরুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।
গ্রেফতার মাদক কারবারির নাম মো. নজরুল ইসলাম
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। কিন্তু গোয়েন্দা তথ্য অনুযায়ী নজরুল ইসলামের কাছে আরও বেশি ইয়াবা থাকার তথ্য পায় র‍্যাব। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে রান্নাঘরের চুলার পাশের মেঝের মধ্যে মাটি খুঁড়ে ইয়াবা লুকিয়ে রাখার তথ্য দেয় নজরুল। পরে নজরুলের তথ্য অনুযায়ী মেঝে খুঁড়ে আরও ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।