শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০০

ডাকাতি রডবাহী ট্রাকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রডবাহী ট্রাক থেকে ৪০০ কেজি রড ডাকাতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ঘটনা চট্টগ্রাম নগরের সদরঘাটে। তাদের কাছ থেকে ২টি ছোড়া উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মো. সাখাওয়াত হোসেন বলেন, সদরঘাট এলাকা থেকে সোমবার দুপুর ১২ টায় একটি রডবাহী ট্রাক ৪০০ কেজি রড নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাওয়ার পথে নারিকেল তলা এলাকায় পৌঁছালে ৮/১০ জন ডাকাত গতিরোধ করে। সেখান থেকে ট্রাকে থাকা সিকিউরিটি গার্ড ও চালক হেলপারদের মারধর করে রড নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি থানায় লিখিত আকারে জানালে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮ টায় সদরঘাট এলাকা থেকে ৬ জনকে দুটি ছোড়া সহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।