রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:০৮

দুই যুবক ফেনসিডিলসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোববার (৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
রবিবার দুপুর র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার জনাব, আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র‌্যাব-কমান্ডার জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ এর একটি দল উজালা হোটেলের সামনে অভিযান চালায়। এসময় অভিযানে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাসানুর ও লিমনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা।
র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।