ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রথম কোম্পানি হিসাবে। বছরের প্রথম দিনে শেয়ারবাজারের ভ্যালুয়েশনে এই রেকর্ড গড়ে কোম্পানিটি। যদিও দিনশেষে অল্প ব্যবধানে মাইলফলক থেকে ছিটকে পড়ে অ্যাপল।
খবরে বলা হয়, ২০২২ সালের প্রথমদিনে সিলিকন ভ্যালিভিত্তিক কোম্পানিটির শেয়ার মূল্য ১৮২.৮৮ ডলারে উন্নীত হয়। এতে অ্যাপলের মার্কেট ভ্যালু ৩ ট্রিলিয়ন ডলারের ছাড়িয়ে যায়। তবে দিনশেষে শেয়ারপ্রতি মূল্য ২.৫ শতাংশ কমে ১৮২.০১ ডলারে নেমে আসে। ফলে এ সময়ে অ্যাপলের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ২.৯৯ ট্রিলিয়ন ডলার। দুই ট্রিলিয়ন মার্কেট ভ্যালু ক্লাবে অ্যাপলের সঙ্গে রয়েছে মাইক্রোসফট করপোরেশন। সফটওয়্যার জায়ান্টটি এখন ২.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি।