ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে রাজধানীতে হেরোইন-ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩৮ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন, ১২৫ বোতল ফেনসিডিল, ৮৫৯১ পিস ইয়াবা বড়ি, ৪ কেজি ১৩৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।