ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপসংলগ্ন সাগরে অভিযান চালিয়ে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মাছধরা নৌকাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. জনাব, বিএন খন্দকার মুনিফ ত্বকী।