মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫৮

তিন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩)।
রোববার ১৪(নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কৌড়ি এলাকার মোঃ মিলন মোল্লার ছেলে মোঃ পারভেজ (৩৫), কদমতলা গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে মোঃ এহছান ওরফে মিলন শেখ(৩০) ও কামারঘোনা গ্রামের আর্শ্বেদ মোল্লার ছেলে মোঃ আরিফ(২৯)।
র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জনাব, হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুরের কালই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।