মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২১

বস্তার ভিতরে মিললো ইয়াবা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারটি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড আর এই ঘটনা বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১০ টার সময় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ জনাব, খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদে জানা যায় মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। এমন সংবাদে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার জনাব, এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখলে সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়।
ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা কালে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে। পরবর্তীতে ইয়াবা পাচারকারীরা ৪ টি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা ট্রলার থেকে সমূদ্রে ফেলে মিয়ানমারের সীমান্তে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো খুলে গণনা করে ৭ লক্ষ ৮০ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।